টাকার অবমূল্যায়নে নির্মলার মন্তব্য নিয়ে মশকরা অসঙ্গত

কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের একটি বিবৃতি নিয়ে অনেক মশকরা হয়েছে, বিশেষ করে সোশাল মিডিয়ায়। আমরা জানি, ভারতীয় মুদ্রার দাম অনেক কমে গিয়ে এখন এক ডলার কিনতে ৮৩ টাকার মত লাগছে। তাই আপাতভাবে এটাই মনে হওয়া স্বাভাবিক যে ভারতীয় মুদ্রা সাম্প্রতিককালে বেশ দুর্বল হয়েছে। আবার মুদ্রার দর নির্ধারণ যেহেতু হয় আপেক্ষিকভাবে এবং বর্তমানে ডলারের মূল্যের নিরিখে, তাই এটাই স্বাভাবিক যে ভারতীয় টাকা দুর্বল হওয়ার অর্থ ডলার শক্তিশালী হওয়া। তাই অর্থমন্ত্রী যখন বললেন ভারতীয় মুদ্রা দুর্বল হয়নি ডলার শক্তিশালী হয়েছে, তখন সকলের মনে হল অর্থমন্ত্রী বোধহয় প্রলাপ বকছেন। কিন্তু বাস্তব হল অর্থমন্ত্রী যা বলেছেন, কিছুটা হলেও তার সত্যতা আছে। কারণ ডলারের নিরিখে শুধু যে ভারতীয় টাকার দাম কমেছে তা নয়, আরও অনেক দেশের মুদ্রারই দাম কমেছে। বস্তুত, প্রায় সমস্ত বড় দেশের মুদ্রার দামই কমেছে। যদি এমন হত যে ডলারের নিরিখে প্রায় সমস্ত দেশের মুদ্রার মূল্য একই জায়গায় দাঁড়িয়ে আর ভারতীয় মুদ্রার দাম কমে গেছে, তাহলে অর্থমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে মশকরা করার সঙ্গত কারণ থাকত।Read More

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *