আত্মনির্ভরতার সাতকাহন
বেশ কয়েক দশক পর আমাদের দেশ আবার আত্মনির্ভরতার কথা বলছে। স্বাধীনতার অব্যবহিত পরেই তৎকালীন প্রধান মন্ত্রীও শুনিয়েছিলেন আত্মনির্ভরতার কথা। তবে অর্থনৈতিক ভাবে আত্মনির্ভরতার কথা অবশ্য তারও এক দশক আগে থেকেই বলা হচ্ছিলো এবং কিছুটা প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। তাতে বিজ্ঞানী থেকে রাজনৈতিক নেতা এবং শিল্পপতি থেকে বিশেষজ্ঞ সব সরকমের ব্যক্তিত্বই সামিল ছিলেন। স্বাধীনতার পর নেহরু, …