প্রাণঘাতী বায়ুদূষণ : প্রতিরোধ কোন পথে ?
কিছুদিন আগেই উদযাপিত হয়ে গেলো বিশ্ব পরিবেশ দিবস, এ বছরে যার মূল বিষয় ছিল বায়ু দূষণ প্রতিরোধ I ভারতের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এর থেকে বেশি উপযুক্ত বিষয় বোধ হয় হতে পারতো না I কারণ, বায়ু দূষণের নিরিখে বিশ্বের প্রথম দশটি শহরের মধ্যে সাতটিই ভারতে অবস্থিত I এখন প্রশ্ন ওঠে ভারতের এমন অবস্থা কেন হলো ? …