জনসংখ্যায় ভারত চীনকে টেক্কা দিয়ে বিশ্বে প্রথম স্থান দখল করার খবর আসতেই এই নিয়ে পুরনো বিতর্ক আবার সামনে চলে এসেছে। এক দল যদি মনে করে জনসংখ্যা বৃদ্ধি মানেই সমস্যা বৃদ্ধি তো অন্য দল মনে করে জনসংখ্যা বৃদ্ধি আসলে জনসংখ্যাগত লভ্যাংশের (demographic dividend) সুযোগ সৃষ্টি করে। ভারতে উচ্চ হারে জনসংখ্যা বৃদ্ধি অনেকদিন ধরে হতে থাকলেও ১৯৭০-এর দশকে এটাকে একটা সমস্যা হিসাবে চিহ্নিত করা হয়। এর সাথে সারা বিশ্বে প্রাকৃতিক সম্পদের নিরিখে জনসংখ্যা অনেকটাই বেশি হওয়া নিয়ে চিন্তা বৃদ্ধির একটা সম্পর্ক আছে। তবে ১৯৯১ সালে ভারতে অর্থনৈতিক উদারীকরণের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি নিয়েও এক নতুন প্রেক্ষিত বা দৃষ্টিকোণ সামনে আসে। জনসংখ্যা বৃদ্ধি দেশের অর্থনৈতিক বৃদ্ধিকেও ত্বরান্বিত করবে – এই ধারণা প্রচারিত হতে থাকে।